ভার্জিনের পক্ষথেকে জানানো হয়েছে, নিজে সহ সর্বমোট ২৯ জন বন্ধু কিংবা পারিবারিক সদস্য সাথে ৬ জন শিশু সহ বুকিং দিতে পারবেন যেকেউ তবে এক্ষেত্রে তাকে অবশ্যই প্রতি রাতের জন্য ৬০,০০০ ডলার খরচ করতে হবে যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা!
ভার্জিন এই দ্বীপে থাকা তাদের সংস্কার করা বাংলোর বেশ কিছু ছবি অনলাইনে প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে দুই বছর আগের অবস্থা থেকে বর্তমানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে যেখানে এক্সক্লুসিভ অনেক আসবাব ও ফ্লোরের পরিবর্তনও রয়েছে। সব মিলিয়ে দ্বীপটিতে ৬টি কটেজ রয়েছে।
দ্বীপের প্রধান কটেজে রয়েছে অসাধারণ একটি বাংলো যেখানে মূল বেড রুমে রয়েছে বারান্দায় বাথটাব সহ বারান্দায় বসে ক্যারিবিয়ান সমুদ্র উপভোগ করার সু-ব্যাবস্থা। এছাড়াও খাওয়া দাওয়া এবং মদ্য পানের জন্য রয়েছে বিলাস বহুল ডাইনিং এবং বার। আপনি যদি চান তবে কটেজ থেকেই বীচের তীর হয়ে স্পীড বটে করে ক্যারিবিয়ান সাগরের চমৎকার উত্তাল স্রোত উপভোগ করতে পারবেন।
আপনি যদি ৬০,০০০ ডলার ব্যায় করতে নাও পারেন তবে হতাশ হবেন না এখানে আপনি চাইলে নিজের জন্য একক ভাবে আলাদা ভাবে তিন, চার, কিংবা সাত দিনের জন্য অপেক্ষাকৃত কম দামে বুক দিতে পারবেন।
চলুন দেখেনিই দ্বীপটির কিছু এক্সক্লুসিভ ছবিঃ
sir amar to ato taka nai,ki kori kon to?
ReplyDeleteWahid I pray you visit this island on your dream.
ReplyDelete