auto scrolling

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Widgets Blogspot Tutorial

Sunday, November 17, 2013

যে দ্বীপে প্রতি রাত কাটাতে হলে আপনাকে গুনতে হবে ৪৭ লক্ষ টাকা!

Richard Branson ইংল্যান্ডের একজন বিখ্যাত ব্যবসায়ী, ভার্জিন কোম্পানি সহ প্রায় ৪০০ স্বনামধন্য সফল কোম্পানির মালিক তিনি। সম্প্রতি ভার্জিন কোম্পানি Richard Branson এর Necker দ্বীপে ব্যাক্তিগত ব্যাবহারের বাড়িটি আধুনিক সাঁজে সংস্কারের পর বুকিং এর জন্য উম্মুক্ত রেখেছে।

necker-island-great-house-3
ভার্জিনের পক্ষথেকে জানানো হয়েছে, নিজে সহ সর্বমোট ২৯ জন বন্ধু কিংবা পারিবারিক সদস্য সাথে ৬ জন শিশু সহ বুকিং দিতে পারবেন যেকেউ তবে এক্ষেত্রে তাকে অবশ্যই প্রতি রাতের জন্য ৬০,০০০ ডলার খরচ করতে হবে যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা!
ভার্জিন এই দ্বীপে থাকা তাদের সংস্কার করা বাংলোর বেশ কিছু ছবি অনলাইনে প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে দুই বছর আগের অবস্থা থেকে বর্তমানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে যেখানে এক্সক্লুসিভ অনেক আসবাব ও ফ্লোরের পরিবর্তনও রয়েছে। সব মিলিয়ে দ্বীপটিতে ৬টি কটেজ রয়েছে।
Bride_BeachPoolPavilion4
দ্বীপের প্রধান কটেজে রয়েছে অসাধারণ একটি বাংলো যেখানে মূল বেড রুমে রয়েছে বারান্দায় বাথটাব সহ বারান্দায় বসে ক্যারিবিয়ান সমুদ্র উপভোগ করার সু-ব্যাবস্থা। এছাড়াও খাওয়া দাওয়া এবং মদ্য পানের জন্য রয়েছে বিলাস বহুল ডাইনিং এবং বার। আপনি যদি চান তবে কটেজ থেকেই বীচের তীর হয়ে স্পীড বটে করে ক্যারিবিয়ান সাগরের চমৎকার উত্তাল স্রোত উপভোগ করতে পারবেন।
আপনি যদি ৬০,০০০ ডলার ব্যায় করতে নাও পারেন তবে হতাশ হবেন না এখানে আপনি চাইলে নিজের জন্য একক ভাবে আলাদা ভাবে তিন, চার, কিংবা সাত দিনের জন্য অপেক্ষাকৃত কম দামে বুক দিতে পারবেন।
চলুন দেখেনিই দ্বীপটির কিছু এক্সক্লুসিভ ছবিঃ
আকাশ থেকে ধারন করা দ্বীপের সম্পূর্ণ ভিউ।
আকাশ থেকে ধারন করা দ্বীপের সম্পূর্ণ ভিউ।
হানি মুন কিংবা বান্ধবী নিয়ে রাত কাটাতে রয়েছে বিলাস বহুল বেডরুম।
হানি মুন কিংবা বান্ধবী নিয়ে রাত কাটাতে রয়েছে বিলাস বহুল বেডরুম।
রয়েছে শরীর চর্চার জন্য বিশেষ আধুনিক ব্যাবস্থা।
রয়েছে শরীর চর্চার জন্য বিশেষ আধুনিক ব্যাবস্থা।
স্পা করিয়ে নেয়ার জন্য রয়েছে বিশেষ ব্যাবস্থা।
স্পা করিয়ে নেয়ার জন্য রয়েছে বিশেষ ব্যাবস্থা।
রয়েছে আন্ডার ওয়াটার ডাইভ কার। যা দিয়ে ঘুরে দেখতে পারেন সাগর তলের জীব বৈচিত্র্য।
রয়েছে আন্ডার ওয়াটার ডাইভ কার। যা দিয়ে ঘুরে দেখতে পারেন সাগর তলের জীব বৈচিত্র্য।
বিকেলের আড্ডা দিতে রয়েছে ফ্যামিলি ড্রইং রুম।
বিকেলের আড্ডা দিতে রয়েছে ফ্যামিলি ড্রইং রুম।
বেড রুম থেকেই দেখতে পাবেন সূর্যাস্ত এবং ক্যারিবিয়ান সাগরের দৃশ্য।
বেড রুম থেকেই দেখতে পাবেন সূর্যাস্ত এবং ক্যারিবিয়ান সাগরের দৃশ্য।
রয়েছে সার্ফিং করার জন্য সু ব্যাবস্থা। ভয় নেই সাথে থাকবে প্রশিক্ষিত ট্রেইনার।
রয়েছে সার্ফিং করার জন্য সু ব্যাবস্থা। ভয় নেই সাথে থাকবে প্রশিক্ষিত ট্রেইনার।

To see Video:Video
 


2 comments: