auto scrolling

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Widgets Blogspot Tutorial

Saturday, November 23, 2013

আপনার আইফোন কিংবা অ্যান্ড্রয়েডকে মাউস এবং কীবোর্ড হিসেবে ব্যবহার করুন!

আইফোনকে কিংবা অ্যান্ড্রয়েডকে নানাভাবেই ব্যবহার করা যায় দৈনন্দিন জীবনের ক্ষেত্রে। যদি কখনও মাউস কিংবা কীবোর্ড হঠাৎ নষ্ট হয়ে যায় তবে আইফোন/আন্ড্রয়েড দিয়েও কাজ করতে পারবেন। আজকে দেখানো হবে কীভাবে আইফোন কিংবা অ্যান্ড্রয়েডকে আপনি আপনার কম্পিউটারের মাউস এবং কীবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন।
idevice-keyboard-mouse-logo
১) প্রথমেই লজিটেকের এই সফটটি ডাউনলোড করুন। এবং স্বাভাবিক নিয়মেই ইন্সটল করুন ম্যাক কিংবা উইন্ডোজে।
logitech
২) ইন্সটলেশন শেষ হবার পর সফটটি চালু করুন। দেখবেন আপনার সিস্টেম ট্রেতে ছোটো একটি আইকন এসেছে।
system-tray-icon-idevice
৩) এবার আইফোনের জন্য অ্যাপলের অ্যাপস ষ্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে আপনার আইফোনে ইন্সটল করুন। ইন্সটলের পরে অ্যাপসটি চালু করুন।
logitech-mouse-control-idevice
৪) এবার আপনি নিশ্চিত হয়ে নিন আপনার উইন্ডোজ কিংবা ম্যাক পিসিটি যে ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত আছে, আপনার আইফোনটিও তার সাথে যুক্ত আছে। যদি সেটা না হয় তবে নীচের ছবির মতো একটি error মেসেজ পাবেন।
wifi-network-errors
error না আসলে আপনার আইফোনটি আপনার উইন্ডোজ কিংবা ম্যাক কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যাবে। আইফোনে নীচের মতো কালো অংশ দেখতে পাবেন যেখানে আপনি আঙুল রেখে মাউসের কাজ করতে পারবেন। আঙুল দিয়ে নাড়াচাড়া করে নিশ্চিত হয়ে নিন কম্পিউটারের মাউস কার্সরটি নড়ছে কীনা।
keyboard-icon
পাশেই সাদা রঙয়ের কীবোর্ড আইকনে ক্লিক করলে আইফোন দিয়েই পিসিতে লেখালেখি করতে পারবেন। পিসি থেকে আইফোনটি ডিস্কানেক্ট করতে পারবেন তীর চিহ্ন যুক্ত আইকনে ক্লিক করুন
disconnect-icon
প্রায় একই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও তাদের আন্ড্রয়েড ডিভাইসকে মাউস কিংবা কীবোর্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এজন্যে প্রয়োজন অ্যান্ড্রয়েড উপযোগী একটি অ্যাপস, যেটি গুগল প্লে ষ্টোর থেকে ফ্রী ডাউনলোড করতে পারবেন।


Sunday, November 17, 2013

চলুন ঘুরে আসি বিশ্বের কিছু পরাবাস্তব জায়গা থেকে!

পৃথিবীতে দেখার শেষ নেই! এর আগে আমরা ঘুরে এসেছি ভীতিকর কিছু সেতু, সংরক্ষিত জায়গা এবং বিশ্বের ভীতিকর ১০টি এয়ারপোর্ট রানওয়ে থেকে। আজ ঘুরে আসবো বিশ্বের কিছু পরাবাস্তব জায়গা থেকে! চলুন যাওয়া যাক!

255-610x360

Fly Geyser, Nevada

এটি যে পুরোপুরি প্রকৃতির অসাধারণ সৃষ্টি সেরকম নয়। এটি আসলে একটি কূপ খনন করতে গিয়ে দূর্ঘটনা মূলকভাবে ঘটে গেছে! কূপটি ভালোভাবে ঢেকে দেয়া হয়নি ফলে পানি সেখান থেকে বুদ্বুদ আকারে উত্থিত হচ্ছে!

Derweze, Turkmenistan

245-610x360
১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত তুর্কমেনিস্তানের একটি গ্রামে গ্যাসের খোঁজে খনন চালানো হয়। কিছুদূর খনন করার পর সেখানে বিষাক্ত গ্যাসের খোঁজ পাওয়া যায়। ফলে দূর্ঘটনার ভয়ে সেটির কার্যক্রম থামিয়ে দেয়া, আর গ্যাস পুড়িয়ে ফেলবার জন্য সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। আজ অবধি সেখানে আগুন জ্বলছেই!

Salar de Uyuni, Bolivia

235-610x360
বিশ্বের সবচেয়ে বেশী লবণ ধরে রেখেছে এই জায়গাটি! প্রায় ৪৩% লিথিয়াম শুধুমাত্র এখানেই সঞ্চিত রয়েছে!

Mount Roraima, South America

216-610x360
এটি একটি মালভূমি যার নিজস্ব উদ্ভিদকুল ও প্রাণিকুল আছে। মজার ব্যাপার হলো ভেনিজুয়েলা, ব্রাজিল ও গায়ানা তিনটি দেশের সীমান্ত এই মালভূমিতে এসে ঠেকেছে!

Grand Prismatic Spring – Yellowstone National Park, Wyoming

205-610x360
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উষ্ণপ্রবণ এলাকা। এখানের পানিতে প্রচুর পরিমাণে pigmented ব্যাকটেরিয়ার ফলে সারা বছরের ঋতু পরিবর্তনের সাথে সাথে পানির রঙও পরিবর্তন হয়ে যায়!

Hidden Beach near Puerta Vallarta, Mexico

195-610x360
মাটির নীচে এই বীচটি কোনো প্রাকৃতিক উপায়ে সৃষ্ট নয়! এটি আসলে মেক্সিকান সামরিক বাহিনীর একটি পরীক্ষামূলক বোমা বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে!

Socotra, Yemen

175-610x360
ভারত মহাসাগরে অবস্থিত এই ছোটো ছোটো দ্বীপপুঞ্জ গুলো সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে যেসব জীবনের উপাদান পাওয়া গেছে তার বিশ্বের আর কোথাও নেই!

The Wave, Arizona

136-610x360
অ্যারিজোনার সীমান্তে অবস্থিত এই বেলেপাথরের এমন নকশা আপনার পথ হারিয়ে ফেলার জন্য বিখ্যাত!

Plitvice, Croatia

126-610x360
দক্ষিণ-পূর্ব ইউরোপের সবচেয়ে পুরোনো পার্ক এবং ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় পার্ক। এটি বিখ্যাত এর নান্দনিক সৌন্দর্যে ভরপুর লেকের জন্য।

Kelimutu Volcano, Indonesia

105-610x360
তিনটি আগ্নেয়গিরির তিনটি লেক অবস্থিত এখানে। অগ্নুৎপাতের সাথে সাথে লেকের রঙও পরিবর্তন হয়ে যায়!

Great Blue Hole, Belize

34-610x360
পানির নীচে ১৩০ মিটার গভীর এই গর্তটি তৈরি হয়েছে এই সাবমেরিন সিঙ্কহোল। স্কুবা ডাইভিংয়ের জন্য এটি খুবই বিখ্যাত।
দেখে নিন ভিডিওVideo

বিশ্বের সবচেয়ে রোমান্টিক দ্বীপসমূহ!

ভালোবাসার মানুষটিকে নিয়ে যদি একটি দ্বীপে জীবন কাটাতে চান কেমন হবে সেটি? সাগরের ঢেউ এসে যখন তখন আপনাকে ভিজিয়ে দিতে পারে, রৌদ্রজ্বলা দুপুরে সূর্যের আলো গায়ে মেখে আলসে সময় পার করা অথবা সন্ধ্যায় যখন সূর্য ডুবি ডুবি করবে তখন প্রিয়তমাকে নিয়ে মোমের আলো জ্বেলে একে অপরের দিকে তাকিয়ে থাকা…এমনভাবে জীবন পার করতে কে না চায়! আজ আপনাদের এমনসব দ্বীপের কথা জানাবো যে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে আপনার জীবন হয়ে উঠবে আরও প্রেমময়।

capri_italy_600x450
বোরা বোরা দ্বীপ, ফ্রেঞ্চ পলিনেশিয়াঃ
দক্ষিণ প্যাসিফিক দ্বীপগুলোর ভেতরে এই স্থানটি পর্যকদের ভোটে বিশ্বের সেরা রোমান্টিক দ্বীপগুলোর ভেতরে এক নম্বরের যোগ্যতা অর্জন করেছে। সাগরের সাদা বেলাভূমি, একুয়া লেগুন, এবং বিলাস বহুল হোটেল নব দম্পতি’র হানিমুনের জন্য একদম উপযুক্ত জায়গা এই দ্বীপ। হলিউডের নামকরা তারকা তাদের জীবনের অনেকটা সময় এই দ্বীপে কাটিয়েছেন বলে রেকর্ড বইয়ে লেখা আছে। এসব তারকাদের ভেতর নিকোল কিডম্যান, কেইথ আরবান, টনি পার্কারও আছেন।
bora_bora_600x450
সান্তোরিনি দ্বীপ, গ্রীসঃ
যদি আপনি ইয়টে করে এই দ্বীপে পৌঁছান তবে, এই স্মৃতি আপনার মনে চিরস্থায়ী জায়গা করে নেবে। পাহাড় কেটে বানানো গ্রাম, সাদা রঙয়ের ছোটো ছোটো বাড়ি, নীল আকাশ, রাতের বেলায় আলোকের কারসাজি, এসব ছেড়ে আপনি চলে আসার কথা বেমালুম ভুলে যেতে পারেন!
santorini_greece_600x450
রঙ্গলী দ্বীপ, মালদ্বীপঃ
এই দ্বীপে আপনি পাবেন পানি’র ছোঁয়া অবিরাম। দ্বীপে পা রাখা মাত্রই পরিস্কার পানি আপনাকে টানবে। এখানে হোটেল, স্পা কেন্দ্র সবই পানিতে ঘেরা! চারিদিকে পানি এ অবস্থায় অনেকে বিয়েও সেরে ফেলেন এখানে!
maldives_600x450
মলোকাই, হাওয়াইঃ
এই দ্বীপটাকে বলা হয় এটাই সত্যিকারের হাওয়াই! এর বিশুদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের কোন তুলনাই আপনি পাবেন না। খাড়া পাহারের রঙ বেরঙয়ের কোরাল আপনাকে ভুলিয়ে রাখবে। এই দ্বীপে পা রেখে যেটা আপনার প্রথমেই মনে হবে সেটা হলো এই মাত্র কেবল আপনিই এই দ্বীপটি আবিষ্কার করলেন। এখানকার সাংস্কৃতিক পরিবেশকে ভালোবেসে ফেলতে আপনি বাধ্য!
molokai_hawaii_600x450
লুকালা দ্বীপ, ফিজিঃ
কেবল নবদম্পতি’র হানিমুনের জন্য এ জায়গাটি হতে পারে সবচেয়ে ভালো পছন্দ। গ্রাম্য পরিবেশের সাথে বিলাসবহুল হোটেল আপনাকে এনে দেবে ব্যতিক্রমী অভিজ্ঞতা। ২৫টি বিলাস বহুল হোটেলের প্রত্যেকটিতেই আছে বড়সর ল্যাগুন পুল।
fiji_final4_600x450
সেন্ট লুসিয়া, ক্যারিবিয়ান অঞ্চলঃ
হানিমুনের জন্য সর্বোৎকৃষ্ট জায়গা হিসেবে বিভিন্ন ট্রাভেল এজেন্সী’র ভোটে পাঁচবার পুরস্কার জিতেছে সেন্ট লুসিয়া দ্বীপটি। সেন্ট লুসিয়া দ্বীপে প্রায় সকলের জন্যই কিছু না কিছু আছে! রোমাঞ্চপ্রিয় দম্পতি’র জন্য আছে পাহাড়ের গা বেয়ে ওপরে ওঠার সুযোগ, আছে শান্ত সমুদ্রের তীর ঘেঁষে বানানো রিসোর্ট!
st_lucia_caribbean_600x450
বালি দ্বীপ, ইন্দোনেশিয়াঃ
এই দ্বীপটি সম্পর্কে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই মনে হয়, কারণ এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দ্বীপ। এবং বেশীরভাগ নবদম্পতি’র প্রথম হানিমুনটা এখানেই হয়। এই দ্বীপে আপনার একান্ত ব্যক্তিগত জায়গা ভাড়া করে নেয়ার সুযোগ আছে। দ্বীপের কুপু কুপ বারোং গ্রাম এবং গাছের স্পা বেশী বিখ্যাত। দ্বীপটি আপনাকে দেবে পাহাড়ের গ্রামে জীবন কাটানোর অনিন্দ্য অভিজ্ঞতা।
bali_indonesia_600x450

পরিত্যক্ত কিন্তু চোখজুড়ানো সাতটি দর্শনীয় জায়গা!!!!

ঘোরাঘুরি কিংবা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া মানুষের চিরন্তন নেশা। এ বিশ্বে দেখার কোনো শেষও নেই আসলে। পুরো বিশ্ব ঘুরেও মনে হয়, “ইসস, এখনও কতো কিছু দেখার বাকী!” আসুন, দেখে আসি পৃথিবীর সেইসব দূর্গম এলাকাগুলো যেখানে যাওয়া যায় না কিন্তু তার নৈঃসর্গিক সৌন্দর্য আপনাকে প্রবলভাবে টানবে।

world's-place

ক্রাইস্ট অফ দ্যা অ্যাবিস, সান ফ্রুত্তোসো, ইতালিঃ

এটা পানিতে ডুবে থাকা যীশুর ব্রোঞ্জমূর্তি। সারাবিশ্বে এই একই ধাঁচের মূর্তি থাকলে আসলটা স্থাপিত সান ফ্রুত্তোসোর নিকটবর্তী ভূমধ্যসাগরে, ক্যামোগ্লি আর পোর্টোফিনোর মাঝখানে। আড়াই মিটার লম্বা মূর্তিটি ১৯৫৪ সালের ২২ আগস্ট স্থাপিত করা হয়েছিল সাগরজলের ১৭ মিটার গভীরে। অবশ্য ২০০৩ সালে মুর্তিটি’র কিছু ক্ষতিসাধন হয়, কিন্তু ২০০৪ সালেই সেটি আবার পুনঃনির্মান করা হয়। আরও বিস্তারিত জানতে পড়ুন উইকিপিডিয়া।
Christ of the Abyss, San Fruttuoso, Italy

কোলম্যানস্কোপ, নামিব মরুভূমি

দক্ষিণ নামিবিয়ার বন্দরনগরী ল্যুডেরিটজ থেকে কিছু কিলোমিটারের দূরত্বে নামিব মরুভূমিতে এক পরিত্যক্ত শহর হল কোলম্যানস্কপ। এই শহরের নাম রাখা হয়েছিল পরিবহনের কাজে থাকা চালক জনি কোলম্যানের নামে যিনি এক মরুঝড়ের কবলে পড়ে এই শহরের বিপরীতেই এক ছোট টিলায় নিজের গরুর গাড়ি পরিত্যক্ত করেছিলেন। একসময়কার ছোট কিন্তু জমজমাট শহরটি এখন ভ্রমণার্থীদের কাছে ভ্রমণের জায়গা হিসেবে বেশ জনপ্রিয়। বিস্তারিত পড়তে উইকিপিডিয়া।
Kolmanskop, Namib Desert

ডোম হাউজেস, দক্ষিণপশ্চিম ফ্লোরিডাঃ

১৯৮১ সালে ফ্লোরিডার নেপলস শহরে বানানো এই অভিনব ঘরগুলো হয়তো আর বেশি দিন টিকবেনা মেরামতের অভাবে। একটি ডোমের মালিক মেরামতের চেষ্টা করলেও তাকে পড়তে হয়েছে নানা রকমের জরিমানা আর আমলাতান্ত্রিক জটিলতার পাল্লায়। বিস্তারিত এখানে।
Dome houses, Southwest Florida

ক্র্যাকো, ইতালিঃ

ব্যাসিলিকাটায় অবস্থিত মধ্যযূগের পরিত্যক্ত একটি গ্রাম। ঢেউখেলানো আকৃতির পাহাড়ী এই গ্রামটির চারপাশ পরিবৃত গমক্ষেত দিয়ে। বিস্তারিত উইকিপিডিয়া।
Craco, Italy

বোডিয়াম ক্যাসল, ইস্ট সাসেক্স, ইংল্যান্ডঃ

এটি ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের রবার্টসব্রিজের কাছে অবস্থিত চতুর্দশ শতকের একটি দূর্গ। ১৩৮৫ সালে শতবর্ষীয় লড়াইয়ের সময় ফরাসীদের আক্রমণ প্রতিহত করতে রাজা ২য় রিচার্ডের অনুমতিতে স্যার এডওয়ার্ড ড্যালিনগ্রিজ দূর্গটি স্থাপনা করেন। এর গঠন আর কৃত্রিম জলাধারের মাঝে এর স্থাপনা এটি নির্দেশ করে যে প্রতিরক্ষার পাশাপাশি নান্দনিক সৌন্দর্যও দূর্গটির নির্মাণের ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে। বিস্তারিত জানতে উইকি।
Bodiam Castle, East Sussex, England

অ্যাঙ্কর ওয়াট, কম্বোডিয়াঃ

এটি বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির আর সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা। দ্বাদশ শতকের শুরুতে তৎকালীন যশোধারাপুরে (বর্তমান অ্যাঙ্কর) খেমার রাজা ২য় সূর্যবর্মন এটি স্থাপিত করেন। শিব উপাসনার প্রথা ভেঙ্গে অ্যাঙ্কর ওয়াট উৎসর্গ করা হয়েছিল বিষ্ণুকে। প্রথমে হিন্দু ও পরে বৌদ্ধদের ধর্মীয় উপাসনালয়রুপে এটি নিজের গুরুত্ব ধরে রেখেছিল প্রতিষ্ঠার পর থেকেই। আদি খেমার স্থাপত্যকলার অন্যতম সেরা নিদর্শন এটি। কম্বোডিয়ার প্রতীকে পরিণত হয়েছে এটি, জায়গা পেয়েছে সে দেশের জাতীয় পতাকায়, হয়ে উঠেছে দেশটিতে ভ্রমণার্থীদের প্রধান আকর্ষণ। বিস্তারিত পড়ুন উইকিপিডিয়াতে।
Angkor Wat, Cambodia

ফিশিং হাট, জার্মানী

এটি জার্মানীর বারচেসগার্ডেন জাতীয় উদ্যানের একটি মাছ ধরার লেক।
Fishing hut, Germany

যে দ্বীপে প্রতি রাত কাটাতে হলে আপনাকে গুনতে হবে ৪৭ লক্ষ টাকা!

Richard Branson ইংল্যান্ডের একজন বিখ্যাত ব্যবসায়ী, ভার্জিন কোম্পানি সহ প্রায় ৪০০ স্বনামধন্য সফল কোম্পানির মালিক তিনি। সম্প্রতি ভার্জিন কোম্পানি Richard Branson এর Necker দ্বীপে ব্যাক্তিগত ব্যাবহারের বাড়িটি আধুনিক সাঁজে সংস্কারের পর বুকিং এর জন্য উম্মুক্ত রেখেছে।

necker-island-great-house-3
ভার্জিনের পক্ষথেকে জানানো হয়েছে, নিজে সহ সর্বমোট ২৯ জন বন্ধু কিংবা পারিবারিক সদস্য সাথে ৬ জন শিশু সহ বুকিং দিতে পারবেন যেকেউ তবে এক্ষেত্রে তাকে অবশ্যই প্রতি রাতের জন্য ৬০,০০০ ডলার খরচ করতে হবে যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা!
ভার্জিন এই দ্বীপে থাকা তাদের সংস্কার করা বাংলোর বেশ কিছু ছবি অনলাইনে প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে দুই বছর আগের অবস্থা থেকে বর্তমানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে যেখানে এক্সক্লুসিভ অনেক আসবাব ও ফ্লোরের পরিবর্তনও রয়েছে। সব মিলিয়ে দ্বীপটিতে ৬টি কটেজ রয়েছে।
Bride_BeachPoolPavilion4
দ্বীপের প্রধান কটেজে রয়েছে অসাধারণ একটি বাংলো যেখানে মূল বেড রুমে রয়েছে বারান্দায় বাথটাব সহ বারান্দায় বসে ক্যারিবিয়ান সমুদ্র উপভোগ করার সু-ব্যাবস্থা। এছাড়াও খাওয়া দাওয়া এবং মদ্য পানের জন্য রয়েছে বিলাস বহুল ডাইনিং এবং বার। আপনি যদি চান তবে কটেজ থেকেই বীচের তীর হয়ে স্পীড বটে করে ক্যারিবিয়ান সাগরের চমৎকার উত্তাল স্রোত উপভোগ করতে পারবেন।
আপনি যদি ৬০,০০০ ডলার ব্যায় করতে নাও পারেন তবে হতাশ হবেন না এখানে আপনি চাইলে নিজের জন্য একক ভাবে আলাদা ভাবে তিন, চার, কিংবা সাত দিনের জন্য অপেক্ষাকৃত কম দামে বুক দিতে পারবেন।
চলুন দেখেনিই দ্বীপটির কিছু এক্সক্লুসিভ ছবিঃ
আকাশ থেকে ধারন করা দ্বীপের সম্পূর্ণ ভিউ।
আকাশ থেকে ধারন করা দ্বীপের সম্পূর্ণ ভিউ।
হানি মুন কিংবা বান্ধবী নিয়ে রাত কাটাতে রয়েছে বিলাস বহুল বেডরুম।
হানি মুন কিংবা বান্ধবী নিয়ে রাত কাটাতে রয়েছে বিলাস বহুল বেডরুম।
রয়েছে শরীর চর্চার জন্য বিশেষ আধুনিক ব্যাবস্থা।
রয়েছে শরীর চর্চার জন্য বিশেষ আধুনিক ব্যাবস্থা।
স্পা করিয়ে নেয়ার জন্য রয়েছে বিশেষ ব্যাবস্থা।
স্পা করিয়ে নেয়ার জন্য রয়েছে বিশেষ ব্যাবস্থা।
রয়েছে আন্ডার ওয়াটার ডাইভ কার। যা দিয়ে ঘুরে দেখতে পারেন সাগর তলের জীব বৈচিত্র্য।
রয়েছে আন্ডার ওয়াটার ডাইভ কার। যা দিয়ে ঘুরে দেখতে পারেন সাগর তলের জীব বৈচিত্র্য।
বিকেলের আড্ডা দিতে রয়েছে ফ্যামিলি ড্রইং রুম।
বিকেলের আড্ডা দিতে রয়েছে ফ্যামিলি ড্রইং রুম।
বেড রুম থেকেই দেখতে পাবেন সূর্যাস্ত এবং ক্যারিবিয়ান সাগরের দৃশ্য।
বেড রুম থেকেই দেখতে পাবেন সূর্যাস্ত এবং ক্যারিবিয়ান সাগরের দৃশ্য।
রয়েছে সার্ফিং করার জন্য সু ব্যাবস্থা। ভয় নেই সাথে থাকবে প্রশিক্ষিত ট্রেইনার।
রয়েছে সার্ফিং করার জন্য সু ব্যাবস্থা। ভয় নেই সাথে থাকবে প্রশিক্ষিত ট্রেইনার।

To see Video:Video