auto scrolling

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Widgets Blogspot Tutorial

Saturday, November 16, 2013

পৃথিবী ধ্বংস হয়ে যাবে ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারিতে!

1গত ১৪ নভেম্বর রাতে একটি প্রাচীন শিঙ্গা বা ভেঁপু বাজানো হয় ইংল্যান্ডের ইয়র্ক শহরে। ভাইকিংরা এযুগে বেঁচে থাকলে এই ভেঁপুর শব্দ তাদের মাঝে বিশাল এক আতঙ্ক তৈরি করতো। কারণ নর্সদের কিংবদন্তী অনুযায়ী, এই ভেঁপু বাজানোর ১০০ দিনের মাথায় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নর্স দেবতা হেইমডেলার Gjallerhorn নামের এই পৌরাণিক ভেঁপু বাজাবেন, যা ডেকে আনবে ভাইকিংদের অন্তিম মূহুর্ত। এর নাম দেয়া হয়েছে ‘Ragnarok’, যার অর্থ দেবতাদের দণ্ড বা শাস্তি। ভাইকিংরা বিশ্বাস করতো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ঠিক আগ মূহুর্তে পর পর তিনটি ভয়াবহ শীতকাল আসবে, যাদের মাঝে কোন গ্রীষ্মকাল থাকবে না। যাবতীয় নীতিবোধ বিলুপ্ত হয়ে যাবে। পুরো পৃথিবীতে যুদ্ধ-বিগ্রহ ছড়িয়ে পড়বে যা থেকে সূচনা হবে পৃথিবীর অন্তিম সময়ের। স্কল নামের নেকড়ে সূর্যকে খেয়ে শেষ করে ফেলবে ও তার ভাই হ্যাটি খেয়ে ফেলবে চাঁদকে। মহাশূন্য থেকে নক্ষত্রগুলো অদৃশ্য হয়ে যাবে আর পৃথিবী নিক্ষিপ্ত হবে অতল অন্ধকারে। ভাইকিংদের নিয়ে গবেষণা করছেন এরকম কয়েকজন বিশেষজ্ঞদের গণনা করে দেখেছেন এ ঘটনাগুলো সংঘটিত হবে ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি!
পুরাণ অনুসারে এদিন দেবতা ওডিন নেকড়ে ‘ফেনরির’ ও অন্যান্য প্রধান দেবতাদের হাতে নিহত হবেন। সেদিন ভয়াবহ ভূমিকম্প হবে, সমুদ্রের পানি ফুঁসে উঠবে, মাটি ও আকাশ হয়ে যাবে বিষাক্ত। ধরা হয়, ভেঁপু বাজানোর সাথে সাথে দেবতা ওডিনের ছেলেরা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হবে। এর কিছু পরেই ওডিন নিহত হবেন। এরপরেই পৃথিবী সাগরে ডুবে যাবে তার অন্তিম পথের উদ্দেশ্যে।
Norvik Viking Centre এর মিস ড্যানিয়েলি ডেগনাল বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা Ragnarok কিংবদন্তীর কথাই মনে করিয়ে দিচ্ছে। আমাদের মনে হয় পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার দিনটি আর খুব বেশি দূরে নেই।“ প্রথম ভবিষ্যৎ বাণী হচ্ছে , “মানুষে-মানুষে, ভাইয়ে-ভাইয়ে যুদ্ধ হবে। সব বাঁধা বা সীমানা ভেঙ্গে পড়বে।“ ড্যানিয়েলি বলেন, “সব বাঁধা বা সীমানা ভেঙ্গে পড়বে-কথাগুলো গুরত্বপূর্ণ। আমরা বর্তমানে এমন এক যুগে বসবাস করছি যেখানে ইন্টারনেটের কারণে এক দেশের মানুষ আরেকদেশের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে। এক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে বিদ্যমান সীমানা কোন বাঁধাই নয়। “
দ্বিতীয় ভবিষ্যদ্বাণী হচ্ছে, “পর পর তিনটি শীতকাল আসবে।“ অনেক গবেষক বলছেন, সম্প্রতি সূর্যের কাছাকাছি ঘটা সৌর ঝড়ের কারণে আমরা ছোটখাটো ধরণের বরফ যুগের মুখোমুখি হতে যাচ্ছি। কিংবদন্তীতে আরও বলা হয়, “Jormungand নামের একটি সাপ এর দেহ থেকে লেজকে বিচ্ছিন্ন করে ফেলবে ও সাগরের উপরে উঠে আসবে।“ ক্যালিফোর্নিয়া উপকূলে দুটি বিশাল মাছ ভেসে আসে। বিজ্ঞানীদের ধারণা, মাছগুলো স্বেচ্ছায় উপকূলের কাছে মারা যেতেই এসেছিল, কারণ তারা “দুর্দশায়” ছিল।
গত কয়েক বছরে বেশ কয়েকবার পৃথিবী ধ্বংসের কথা বলা হয়। সর্বশেষ ছিল মায়া সভ্যতার বর্ষপঞ্জিতে সর্বশেষ মাসের সর্বশেষ দিনটির আগমন । কিন্তু এ দিনগুলো কোন ঘটনা ছাড়াই চলে গিয়েছে। ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি কি সেরকমই একটি দিন হবে? নাকি ঘটবে কোন ভিন্ন কিছু?

জেনে নিন শচিনের ১৪টি রেকড…

Sachin Tendulkar practicing

In 24 years, Tendulkar has played in 90 different venues which is a record.


12.  150 Wickets and 15,000 Runs in ODIs



Sachin Tendulkar


Tendulkar remains the only cricketer to take more than 150 wickets (154) and score more than 15,000 runs (18,426) in ODIs.


11.   1,894 ODI Runs in 1998



Sachin Tendulkar



These are most runs scored by a batsman in any season in ODI cricket. Tendulkar scored 9 centuries that year.


10.   2,560 World Cup Runs



Sachin Tendulkar 2011 World Cup



In the six World Cup appearances (1992 to 2011), Tendulkar has amassed 2,560 runs at an average of 56.95 – the most by any player in the history of the event.


9 .   989 International cricketers


Sachin Tendulkar

Tendulkar has played with and against 989 international cricketers. That includes 141 Indian cricketers and 848 opponents.

8.         62 Man of the Match Awards in ODIs



Sachin Tendulkar

Tendulkar leads the list in ODI cricket. Sanath Jayasuriya with 48 is second. The third on the list is South Africa’s Jacques Kallis with 32 awards.


7 .           15 Man of the Series Awards in ODIs



Sachin Tendulkar


Tendulkar is leading in this category as well. Jayasuriya is second on the list.


6.      51 Test Hundreds



Sachin Tendulkar



Sachin Tendulkar has scored 51 Test centuries in his 24-year Test career. He hit his first century against England at Manchester in August 1990 and his last ton was against South Africa at Cape Town in January 2011.


5.      49 ODI Hundreds


Sachin Tendulkar


Sachin Tendulkar took five years to score his first ODI hundred. The moment he got his first ton against Australia at Colombo in 1994, the little master’s career took off and he never looked back. His last ODI ton was his hundredth international hundred scored against Bangladesh at Dhaka in 2012.

4 .            200 Test Match Appearances



Sachin Tendulkar guard of honour

Tendulkar comfortably heads this list with Ricky Ponting and Steve Waugh being the joint-second having played 168 matches each.


3.            463 ODI Appearances



Sachin Tendulkar

Tendulkar’s 23-year ODI career comprised 463 ODI games. Sanath Jayasuriya with 445 ODIs is second in the list.


2.              18,426 ODI Runs



Sachin Tendulkar

Tendulkar has scored 18,426 ODI runs which is 4,722 runs clear of Ricky Ponting who is second in the list.


1.             15,921 Test Runs


Sachin Tendulkar

Tendulkar needed 153 runs in the final innings to score 16,000 Test runs but he missed the mark by 79 runs. Tendulkar currently has 15,921 runs. With India taking a lead of 313 in the first innings and the form of West Indies batsmen, Tendulkar looks like finishing on that mark.

Wednesday, November 13, 2013

ঝড় তুলতে আসছে হলিউডের যে ছবিগুলো !!!!!

দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে এল  ২০১৩ সাল…এই বছরটি ছিল মুভিখোর পোলাপাইনদের জন্য খুবই উপভোগ্য একটি বছর…পুরো বছর জুড়েই …একদিকে যেমন ছিল সুপার হিরো মুভির জয়জয়কার…আরেকদিকে এনিমেশন…অ্যাডভেন্ঞ্চার…সাইফাই…এবং অ্যাকশন জেনারের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা যা  মুভিখোরদের আলাদা রসদ যুগিয়েছে । তবে ”পিকচার আভি বাকী হ্যায়”……শেষ সময়ে (নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বর এর শেষ) এমন কিছু মুভি মুক্তি পাচ্ছে যা দিয়ে পুরো বছরের সমীকরন পালটে যেতে পারে…
আমার ব্যক্তিগত দৃষ্টিকোন থেকে এমনই বহুল প্রতিক্ষীত দশটি মুভির নাম দিলামঃ
১) The Hunger Games: Catching Fire (2013)
Action | Adventure | Sci-Fi | Thriller
Director:
Francis Lawrence
Stars:
Jennifer Lawrence, Josh Hutcherson, Liam Hemsworth, Philip Seymour
Release Date : November 22
catchingfirekatniss
২) Oldboy (2013)
Action | Drama | Mystery | Thriller
Director:
Spike Lee
Stars:
Josh Brolin, Elizabeth Olsen, Samuel L. Jackson, Sharlto Copley
Release Date : November 27
OLDBOY_1sht_online0708

৩)  Out of the Furnace
Drama | Thriller
Director:
Scott Cooper
Stars:
Christian Bale, Casey Affleck, Zoe Saldana
Release Date :  6 December 2013
iurl

৪) The Hobbit: The Desolation of Smaug
Adventure | Fantasy
Director:
Peter Jackson
Stars:
Martin Freeman, Ian McKellen, Richard Armitage, Benedict Cumberbatch
Release Date :  13 December 2013

hurl
৫)  American Hustle
Crime | Drama
Director:
David O. Russell
Stars:
Christian Bale, Amy Adams, Bradley Cooper
Release Date :  18 December 2013

American-Hustle-2013-Movie-Poster
৬)  Saving Mr. Banks
Biography | Comedy | Drama
Director:
John Lee Hancock
Stars:
Emma Thompson, Tom Hanks, Colin Farrell
Release Date :  20 December 2013

saving_mr__banks_2013-1280x720
৭)   Walking with Dinosaurs 3D
Animation | Action | Family
Directors:
Barry Cook, Neil Nightingale
Stars:
Justin Long, Tiya Sircar, Charlie Rowe
Release Date :  20 December 2013

durl
৮)   47 Ronin
Action | Adventure | Fantasy
Director:
Carl Rinsch
Stars:
Keanu Reeves, Hiroyuki Sanada, Kô Shibasaki
Release Date : 25  December 2013

rurl

৯)  Grudge Match
Comedy | Sport
Director:
Peter Segal
Stars:
Robert De Niro, Sylvester Stallone, Kim Basinger
Release Date : 25  December 2013

gurl

১০)  The Wolf of Wall Street
Biography | Crime | Drama
Director:
Martin Scorsese
Stars:
Leonardo DiCaprio, P.J. Byrne, Jon Favreau
Release Date : 25  December 2013

wurl
আমার ফেভারিট  ২,৩,৫,৬ ও ১০…আপনার ?
এখন পর্যন্ত ২০১৩ সালের বক্সঅফিস কাপানো ১০ টি ছবি
সিরিয়াল                ছবির নাম                                  মোট আয় (ডলার)
1                        Iron Man 3                                  ১.২ বিলিয়ন
2                       Despicable Me 2                         ৯১৪ মিলিয়ন
3                       Fast & Furious 6                         ৭৮৮ মিলিয়ন
4                       Monsters University                    ৭৪৩ মিলিয়ন
5                       Man of Steel                              ৬৬২ মিলিয়ন
6                       The Croods                                ৫৮৭  মিলিয়ন
7                       World War Z                              ৫৪০  মিলিয়ন
8                       Oz The Great and Powerful       ৪৯৩ মিলিয়ন
9                       Gravity                                       ৪৭২  মিলিয়ন
10                    Star Trek Into Darkness               ৪৬৭  মিলিয়ন

Tuesday, November 12, 2013

বিশ্বের ভীতিকর কিছু সেতু, আপনাকে চমকে দেবেই!

যদি আপনার উচ্চতা ভীতি না থাকে এবং এডভেঞ্চার পছন্দ করেন এবং বিপদের মুখোমুখি হবার জন্য যথেষ্ট সাহস থাকে তবে এই সেতুগুলো দেখা আপনার জন্য বাধ্যতামূলক। আসুন দেখে আসি।

252-610x360

Trift Bridge – Switzerland

এটি বাতিল একটি সেতু, লম্বায় ১৭০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বানাতে মাত্র ৬ সপ্তাহ সময় লেগেছিলো। তবে বাতিল হলেও জুন থেকে অক্টোবর সময়টায় এই ব্রীজটি উন্মুক্ত থাকে। এটি বাতিল হবার প্রধাণ কারণ যখন বাতাস প্রবল বেগে প্রবাহিত হয় তখন এটি উল্টে যাবার সম্ভাবনা থাকে, সুতরাং এই ব্রীজ দিয়ে চলাচল করতে হলে আবহাওয়া শান্ত থাকা খুবই জরুরী! তবে সাহসীরা এই ব্রীজ পেরোতে পারলে অপর প্রান্তে গিয়ে নয়নাভিরাম সুউচ্চ আল্পস পর্বতমালা দেখতে পাবেন।

Kawarau Gorge Suspension Bridge – New Zealand

242-610x360
যথেষ্ট ভয় ধরিয়ে দেবার মতোই পিপাকৃতি এই সেতুটি। Kawarau নদীর ওপর দিয়ে সেতুটী নির্মিত বলে এটিকে Kawarau সেতু বলা হয়। নিউজিল্যাণ্ডের Queenstown শহরে যেতে এই সেতুটি ব্যবহার করা হয়, দেখতে নিরীহ সেতু মনে হলেও নদীর অনেক ওপরে এই সেতুটি আপনাকে ভয় ধরিয়ে দিতে বাধ্য। তবু রোমাঞ্চের আশায় বাইকাররা এই সেতুটি দিয়ে বাইক চালিয়ে যান!

Daedunsan Mountain Suspension Bridge – South Korea

232-610x360
৫০ মিটার লম্বা এই সেতুটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রচন্ড খাড়া একটি সেতু। যাদের রক্তে রোমাঞ্চকর অভিযানের নেশা রয়েছে তাদের জন্য উপযুক্ত একটি সেতু এই Daedunsan Mountain Suspension Bridge.

Hanging Bridge of Ghasa – Nepal

222-610x360
এটি দেখতে যে শুধু প্রাচীন তাইই নয় সেই সাথে দেখতে অনেকটা রোলার কোষ্টারের মতো। সরু এই সেতুটি দিয়ে মানুষ ছাড়াও বিভিন্ন পশু পাখিও পার হয়ে যায়, কাজেই আপনি যখন পার হবেন তখন কিছুটা জায়গা রেখেই হাঁটতে হবে!

Monkey Bridges – Vietnam

213-610x360
মোটা একটি বাঁশ দিয়ে বানানো এই সেতুটির পরিচয় এটি একটু বানর সেতুটি। কারণ হিসেবে বলা যায়, এই সেতুটির বাঁশ অনেক পুরোনো মানুষ এই সেতুটি দিয়ে পার হতে গেলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে, তবে বানরেরা অনায়াসে যাতায়াত করতে পারে! আপনি যদি এই সেতুটি দিয়ে পার হতে চান তবে গামছা সাথে নিয়ে যাবার অনুরোধ থাকলো!

Montenegro Rainforest Bridge – Costa Rica

202-610x360
Montenegro Rainforest পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বনগুলোর একটি, কারণ ঘন বৃষ্টির কারণে এই বনটি সবসময়ই সজীব থাকে। কিন্তু এর মাঝে যে সেতুটি নির্মিত হয়েছে কাঠ দিয়ে সেটি যথেষ্টই ভয়ঙ্কর! অনেক জায়গাতেই কাঠ নেই, একটি ভুল পদক্ষেপের কারণে আপনি পতিত হতে পারেন ঘন সেই জঙ্গলে।

Vitim River Bridge – Russia

102-610x360
শীতকালে এই সেতু পার হওয়া খুবই কঠিন হয়ে যায়। কারণ প্রচুর বরফ জমা হবার ফলে এই সেতুটি পিচ্ছিল হয়ে যায়, এবং সামান্য অসাবধানতার ফলে আপনি পা ফসকে অথবা মোটর বাইকের চাকা পিছলে গিয়ে বরফের ভেতর পতিত হবেন!

Estrada Puerto Suarez – Bolivia

41-610x360
এই সেতুটি অনেক পুরোনো এবং এর কাঠামো যথেষ্ট ভঙ্গুর। এই সেতু দিয়ে মাত্র একদিকে গাড়ি যেতে পারে। আর গাড়ি যাবার সময় সেতুটির বিভিন্ন ভাঙা অংশ থেকে প্রচন্ড শব্দ উৎপন্ন হয়, যা আপনাকে বিরক্ত বানিয়ে ছাড়বে!

Quepos Bridge – Costa Rica

26-610x360
এই সেতুটিও চওড়ায় বেশ সংকুচিত অবস্থায় রয়েছে। যখন একদিক দিয়ে গাড়ি আসে, তখন অন্যপাশের গাড়িগুলোকে অপেক্ষায় থাকতে হয়! গাড়ি যখন পার হয় তখন সেতুটি দারূণভাবে আন্দোলিত হয় যা গাড়ি চালানর সময় সবাইকেই ভীত করে তোলে!
Video:http://www.youtube.com/watch?v=_OIHRh6dto8

Monday, November 11, 2013

No one allowed in these places....!!!!!

এসব জায়গা যে দূর্গম এলাকায় অবস্থিত এমন নয়, তবু আপনি সেখানে যেতে পারবেন না! কারণ জায়গাগুলোতে সবার প্রবেশাধিকার নেই! আসুন ঘুরে আসি এমন কিছু জায়গা থেকে, আপাতত ছবি দেখেই স্বাদ মিটিয়ে নিই!

restricted-area

কোকাকোলার রেসিপি ভল্ট

AM_706x264_CokeVault1
কোকাকোলার রেসিপি সম্ভবত ইতিহাসের সবচেয়ে গোপন রেসিপি! আজ পর্যন্ত কেউ কোকাকোলার রেসিপি বের করতে পারেনি, এজন্যে কোকাকোলার স্বাদটাও হয় অন্যরকম। যুগ যুগ ধরেই কোম্পানীর অতি বিশ্বস্ত কয়েকজন ছাড়া এই রেসিপি কেউ জানতে পারে না। ২০১১ সালের ডিসেম্বরে ৬.৬ ফুট মোটা ধাতব ভল্ট বানানো হয় যেখানে কোকাকোলার রেসিপি নিয়ে কাজ করা হয়। এখানে সেই ব্যক্তিবর্গ ছাড়া আর কেউই যেতে পারেন না। কঠোর নজরদারীর ওপর রাখা হয় এই ভল্টটিকে।

এরিয়া ৫১

2254_700x
আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের সামরিকঘাটি এরিয়া ৫১ বিশ্বে বহুল আলোচিত স্থানগুলোর একটি। এ স্থাপনাটি লাসভেগাস থেকে ৯৫ কিমি দুরে “গ্রুম” লেকের পাশে অবস্থিত। দুর্ভেদ্য বেষ্টনীতে ঘেরা এ ঘাটির প্রবেশপথে লেখা আছে অনধিকার প্রবেশকারীকে গুলি করা হতে পারে। আজপর্যন্ত বেসামরিক কেউ দাবী করেনি তিনি এরিয়া ৫১ এ ঢুকেছেন। তবে স্থাপনাটিকে বিতর্কিত ও রহস্যময় করে তোলার পিছনে আশপাশের বাসিন্দারাই দায়ী। তাদের অনেকের দাবী এরিয়া ৫১ এর আকাশে ফ্লাইং সসারের মত মত কিছু উড়তে তারা দেখেছেন। আবার অনেকেই নাকি এমন দ্রুতগতির বিমান উড়তে দেখেছেন যার গতি সাধারন বিমান বা যুদ্ধবিমান কোনোটার সাথেই মিলে না।

ক্লাব ৩৩

2255_700x
ডিজনীল্যাণ্ডে অবস্থিত এই ক্লাবটি শুধু গোপনীয়তার জন্যই যে বিখ্যাত তা নয়, এখানে ঢুকতে হলে আপনাকে এন্ট্রি ফি দিতে গুণতে হবে ১০ থেকে ৩০ হাজার ডলার!

ভ্যাটিকানের গোপন আর্কাইভ

2256_700x
এটি আসলে পুরোটাই গোপন নয়, এখানে যে কেউ যেতে পারে, যেকোনো ডকুমেন্ট নিতে পারে, তবে এগুলোর মাঝে একটি গোপন ভল্ট থেকে কেউ কোনো ডকুমেন্ট নিতে পারেনি গত ৭৫ বছর ধরে! সেই গোপন ভল্টে কি আছে কেউ জানেও না এখন!

সাদা ভদ্রলোকের ক্লাব

2258_700x
এটি ফ্রান্সেস্কো বিয়াঙ্কো নামক একজন ইটালিয়ান ভদ্রলোক কতৃক ১৬৯৩ সালে প্রতিষ্ঠিত ক্লাব। এই ক্লাবের সদস্য হতে হলে আপনাকে অবশ্যই সাদা ইংরেজ হতে হবে! শুধু তাই নয়, কমপক্ষে দুজন পরিচিত সদস্য থাকলেই কেবল এই ক্লাবের সদস্য হওয়া যাবে। অবশ্য কারা এই ক্লাবের সদস্য এটা কখনই জানা যায় না!

জরুরী আবহাওয়া অধিদপ্তর

2263_700x
এটি ১৯৫০ সালের পর শীতল যুদ্ধের সময়কালের স্থাপিত মার্কিন আবহাওয়া অধিদপ্তর। এটি খুবই গোপনীয় এবং এখানে ঠিক কি করা হয় সে সম্পর্কে কোনো তথ্যই কোথাও নেই। কথিত আছে এই অঞ্চলকে last hope বা সর্বশেষ আশা বলেও ডাকা হয়!

ইংল্যাণ্ডের ব্যাঙ্ক ভল্ট

2264_700x
১৭৩৪ সালে অবস্থিত এই ব্যাঙ্কের ভল্টটি লন্ডনের একদম মাঝখানে অবস্থিত। অগণিত সোনা দিয়ে পরিপূর্ণ এই ব্যাঙ্ক। ভল্টের ঢুকতে হলে যে প্রবেশ পথের দরজাটি রয়েছে সেটি খুলতে ৩ ফুট লম্বা একটি চাবি ব্যবহার করা হয়! এতে করেই বোঝা যায় কি নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে এই ভল্টটি!

ডালাসে অবস্থিত গুগল ডাটা সেন্টার

2267_700x
৬০০ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত ডালাসে অবস্থিত এই গুগল ডাটা সেন্টারটি সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখে। এখানে কারোর প্রবেশাধিকার নেই, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরও! গুগলের এই ডাটা সেন্টারের গোপনীয়তা রক্ষার জন্য তাদের নিজেদের প্রশিক্ষিত বাহিনী রয়েছে!

সর্পদ্বীপ

2266_700x
এটি বিশ্বের বিখ্যাত একটি দ্বীপ যা কীনা বিষাক্ত সাপের জন্য বিখ্যাত! প্রায় ৫ হাজারেরও বেশী সাপ এই ছোট্ট দ্বীপটিতে গিজগিজ করছে! ব্রাজিল সরকার জনসাধারণের জন্য এই দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করে। অল্প কিছু বিশিষ্ট বিজ্ঞানী ছাড়া এই দ্বীপে কারও প্রবেশাধিকার নেই।

জেগে উঠেছে আগ্নেয়গিরি!!!!!

রাশিয়ার একেবারে পূর্বদিকে এক উপদ্বীপ কামচাটকা । আকারে দুই লক্ষ ৭০ হাজার বর্গ কিলোমিটার। মাঝারি আকারে উপদ্বীপটিতে তিন লাখ মানুষের বাস। সম্প্রতি দ্বীপটিতে জেগে ওঠা এক আগ্নেয়গিরি ক্রমাগত লাভা উদগিরণে গোটা দ্বীপটিই ঢেকে গেছে ছাইয়ে।

article-2478808-190DDB5200000578-804_964x545
রাশিয়ার কামচাটকা উপদ্বীপের মধ্যে থাকা ১৬০টি আগ্নেয়গিরি দ্বীপটিকে বাইরের বিশ্বের কাছে আকর্ষণীয় করে তুলেছে। ১৬০টি আগ্নেয়গিরি ২৯টি বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে। এই সক্রিয় ২৯টি আগ্নেয়গিরির মধ্যে ১৯টিই ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ বা বিশ্ব ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত।
কামচাটকা উপদ্বীপের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বিখ্যাত আগ্নেয়গিরিটির নাম ক্লিউচেভোস্কোই আগ্নেয়গিরি। ১৫ হাজার ৫৮৪ ফিট উচ্চতার এই আগ্নেয়গিরিটিই সম্প্রতি লাগাতারভাবে লাভা উদগিরণ শুরু করেছে। চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে এই লাভা উদগিরণ শুরু হয় যা ঐ মাসের ২১ তারিখ থামে। পরবর্তীতে অক্টোবরের ১২ তারিখ থেকে পুনরায় শুরু হয় লাভা উদগিরণ । ক্লিউচেভোস্কোইয়ের সঙ্গে পাল্লা দিয়ে অক্টোবরের ১১ তারিখ থেকে লাভার উদগিরণ শুরু করেছে ঐ অঞ্চলের ১০ হাজার ৭৭১ ফিট উঁচু শিভেলুচ আগ্নেয়গিরিও। আগ্নেয়গিরি বিষয়ক বার্তা সংস্থা ভলকানো ডিসকভারির কাছ থেকে পাওয়া শেষ খবর অনুযায়ী, ৩ নভেম্বরও আগ্নেয়গিরি দুইটি থেকে লাভা উদগিরণ চলছিল। ক্লিউচেভোস্কোই ও শিভেলুচের ভেতরের আগুন ক্রমাগত বাইরে ঠেলে দেয়ার এই প্রবণতা গোটা দ্বীপটিকেই ছাইয়ে ঢেকে ফেলেছে।
নাসার ল্যান্ডস্যাট ৮ স্যাটেলাইট থেকে তোলা ছবিতে সমুদ্রপৃষ্ঠের ৩২ হাজার ফিট উচ্চতায় ক্লিউচেভোস্কোইর ছুঁড়ে দেয়া লাভা ও ছাই পাওয়া গেছে। অক্টোবরের শেষ দিকেই ন্যালিচেভো ভ্যালি নামে কামচাটকার একটি ন্যাশনাল পার্ক আগ্নেয়গিরির ছুঁড়ে দেয়া ছাইয়ে অন্তত ১ মিলিমিটার পুরু ছাইয়ে ঢেকে যায়।
ক্লিউচেভোস্কোই আগ্নেয়গিরি ১৬৯৭ সালে প্রথম লাভা উদগিরণ শুরু করে বলে জানা যায়। আগ্নেয়গিরিটি জয় করতে গিয়ে লাভার উত্তাপে পড়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। ২০০৭ সাল থেকে এই আগ্নেয়গিরি নতুন করে একটি উদগিরণ চক্রে প্রবেশ করেছে। স্থানীয় আদিবাসীদের কয়েকটি গোষ্ঠী বিশ্বাস করে, ক্লিউচেভোস্কোই থেকে গোটা পৃথিবীর সৃষ্টি হয়েছে।

ছবিতে আগ্নেয়গিরি দেখুন:

kamchatka
article-2478808-190DDB7A00000578-341_964x537
realcolorvolcano
article-2478808-190DDAEA00000578-214_964x552
article-2478808-190DDB2E00000578-990_964x613