auto scrolling

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Widgets Blogspot Tutorial

Saturday, December 14, 2013

সিএনএন এর প্রতিবেদনে পৃথিবীর সেরা ১০ রাজনৈতিক অস্থিতিশীল দেশ!!!

র্তমান পৃথিবীতে শান্তি অনেকটা নেই বললেই চলে তার পরও কিছু কিছু দেশ নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারলেও অনেক দেশে চলছে রাজনৈতিক হানাহানি ক্ষমতার লড়াই, আজ আপনাদের জন্য সেরকম রাজনৈতিক ভাবে অস্থিতিশীল ১০ টি দেশের তালিকা নিয়ে দি ঢাকা টাইমসের এই প্রতিবেদন।

131202075828-01-syria-unrest-1202-horizontal-gallery
সিএনএন তাদের এক জরিপে দেখিয়েছে পৃথিবীর ১৯৭ টি দেশের মাঝে ৫২টি সূচকে বিশ্লেষণ করার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে রাজনৈতিক ভাবে অস্থিতিশীল দেশ সমূহের মাঝে কোন কোন জায়গা করে নিয়েছে সেরা দশে।
২০১০ সাল থেকেই সিরিয়াতে চলে আসছে ভয়ংকর গৃহযুদ্ধ সেখানে সরকার এবং বিদ্রোহীদের মাঝে চলছে পরস্পর বিরোধী হামলা, এতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এবং নষ্ট হচ্ছে সরকারী এবং রাষ্ট্রীয় সম্পত্তি, সব সূচকে সিরিয়া রাজনৈতিক অস্থিরতার দেশের তালিকায় দুই নম্বরে অবস্থান করছে। অপর দিকে ২০১০ সালে ৪৪ নম্বরে থাকা সোমালিয়া এবার উঠে এসেছে এক নম্বরে!
আফগানিস্তান, সুদান এবং কঙ্গো রয়েছে এক থেকে পাঁচের মাঝে। মিশরের বিষয়ে নতুন করে কিছুই বলার নেই সেখানে জনগণ একের পর এক নেতার বিরুদ্ধে তাহরির স্কয়ারকে ব্যবহার করছে এবং সেনাবাহিনী সেখানে কঠোর হচ্ছে।
অন্যদিকে ভারত, উগান্ডা, ফিলিফাইন রাজনৈতিক স্থিতিশীলতা তেমন কোন উন্নতি হয়নি, অবনতিও নয়।
মালয়েশিয়া এবং ইজরাইলের বিষয়ে জরিপে দেখা গেছে তারা আগের চেয়ে উন্নতি করেছে। প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে ভালো মন্দ কিছুই বলা হয়নি।
এবার চলুন দেখে নিই রাজনৈতিক অস্থিরতায় সেরা ১০ দেশের তালিকাঃ
১। সোমালিয়াঃ
131115101825-somalia-cyclon-horizontal-gallery
২। সিরিয়াঃ
131202075828-01-syria-unrest-1202-horizontal-gallery
৩। আফগানিস্তানঃ
130611184543-kabul-suicide-afghan-court-horizontal-gallery
৪। সুদানঃ
130927161358-sudan-protests-horizontal-gallery
৫। রিপাবলিক অব কঙ্গোঃ
121128090120-congo-m23-rebels-truck-horizontal-gallery
৬। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকঃ
131207131917-03-car-1207-horizontal-gallery
৭। ইয়েমেনঃ
131015174841-yemen-protests-file-horizontal-gallery
৮। লিবিয়াঃ
131115154623-libya-tripoli-horizontal-gallery
৯। দক্ষিণ সুদানঃ
130609210121-sudan-bashir-oil-horizontal-gallery
১০। ইরাকঃ
131105191912-iraq-car-bomb-horizontal-gallery

Thursday, December 12, 2013

পৃথিবীর ভেতর আরেক পৃথিবী চীনের ইয়ার ওয়াং ডং গুহার আবিষ্কার!!!

সম্প্রতি চীনের চঙকিং প্রদেশে আবিষ্কার হয়েছে এমন এক গুহা যে গুহায় নিজের আলাদা আবহাওয়া ব্যাবস্থা রয়েছে খাল, বিল, পাহার, আকাশ যাতে রয়েছে মেঘ এবং কুয়াশাও।

article-2441450-1875773E00000578-419_964x640
চীনের এই দুর্গম গুহাতে স্থানীয় বাসিন্ধা ছারা বাইরে কেউ যায়নি, সম্প্রতি গুহা বিশেষজ্ঞ এবং ফটোগ্রাফারদের সমন্বয়ে গঠিত একটি দল এই গুহার গোপনীয়তা আবিষ্কার করেন এবং ভেতরের বেশ কিছু দুর্লভ ছবি তুলে নিয়ে আসেন,
গুহার অভ্যন্তরে বিশেষজ্ঞ দল দেখতে পান সেখানে ধরতে গেলে পৃথিবীর ভেতরে আরেকটি অসাধারণ পৃথিবী যেখানে মেঘ বালুকনা জলীয়ভাস্প সহ রয়েছে আলাদা আবহাওয়া ব্যাবস্থা এবং সেখানকার আবহাওয়া অনেকটা শীতল।
গুহা অভিযাত্রী এবং ফটোগ্রাফার Robbie Shone ইয়ার ওয়াং ডং গুহা বিষয়ে বলেন, “এর আগে এত বিস্তৃত কোন গুহা আবিষ্কার করা সম্ভব হয়নি, সেখানে রয়েছে অসাধারণ কিছু বিষয় যা দেখে সত্যি আমরা অবাক হয়েছি, ইয়ার ওয়াং ডং গুহা বিশাল এক গুহা।”
তিনি আরও বলেন, “ এ গুহা এত বিশাল যে এর উপরের অর্ধেক অংশ পুরোটাই কুয়াশা এবং মেঘে ঢাকা। এর আকাশের অংশ প্রায় আনুমানিক ৮২০ ফুট উঁচু হবে সেখানে উঠা এবং ছবি ধারণ করা অসাধারণ অ্যাডভেঞ্চার ছিল ক্লাইম্বারদের জন্য। এর ভেতরে থাকা পরিতেক্ত পানি পান যোগ্য নয় এটা পুরোটাই নোনতা স্বাদযুক্ত।
ইয়ার ওয়াং ডং গুহার ভেতরের গভীরতা এতটাই বিশাল যে সেখানে শীতল আবহাওয়ার পাশাপাশি আর্দ্রতা ও অনেক শীতল ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেওয়াটা অনেক কষ্ট সাধ্য।
এখানে একটা বিষয় উল্লেখ্য গুহার ভেতরে অনেক যায়গায় জলের পরিমাণ এতটাই বেশি যে সেখানে বিশাল বিশাল স্রোত বয়ে যাচ্ছে যা আপনাকে সহজেই ভাসিয়ে নিয়ে যেতে পারে। অভিযাত্রীরা তাদের মতামতে জানিয়েছেন এই গুহার ভেতরের পানি প্রবাহ ব্যাবস্থা খুবি ভয়ংকর এবং বিধ্বংসী।
এবার চলুন ইয়ার ওয়াং ডং গুহার কিছু দুর্লভ ছবি দেখা যাকঃ
দুই অভিযাত্রী Duncan Collis এবং Erin Lynch গুহার একটি অংশ দিয়ে হেটে আসছেন। জেনে রাখা ভালো গুহার এ অংশের মাটি সম্পূর্ণ লবণে ভরা।
দুই অভিযাত্রী Duncan Collis এবং Erin Lynch গুহার একটি অংশ দিয়ে হেটে আসছেন। জেনে রাখা ভালো গুহার এ অংশের মাটি সম্পূর্ণ লবণে ভরা।
article-2441450-1875778E00000578-966_964x640
গুহার একটি অংশ থেকে এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পরেছে এই দৃশ্য যেখানে দেখা যাচ্ছে ঐ অংশে কুয়াশা কিভাবে খেলা করছে।
গুহার একটি অংশ থেকে এক ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পরেছে এই দৃশ্য যেখানে দেখা যাচ্ছে ঐ অংশে কুয়াশা কিভাবে খেলা করছে।
article-2441450-1875562D00000578-831_964x642
এই ছবিটি তোলা হয়েছে গুহাতে প্রবেশের সময়। এখানেই দেখা যাচ্ছে কতোটা বিশাল এই গুহার ব্যাপ্তি।
এই ছবিটি তোলা হয়েছে গুহাতে প্রবেশের সময়। এখানেই দেখা যাচ্ছে কতোটা বিশাল এই গুহার ব্যাপ্তি।
ছবিতে দেখা যাচ্ছে এক গুহা অভিযাত্রী কিভাবে একটি চিকন রশি দিয়ে গুহা অভিমুখে যাত্রা করছেন ঠিক ভাবে খেয়াল করলে দেখবেন অনেক নিচে আরও একজন অভিযাত্রী একই রশিতে নিচে নামছেন।
ছবিতে দেখা যাচ্ছে এক গুহা অভিযাত্রী কিভাবে একটি চিকন রশি দিয়ে গুহা অভিমুখে যাত্রা করছেন ঠিক ভাবে খেয়াল করলে দেখবেন অনেক নিচে আরও একজন অভিযাত্রী একই রশিতে নিচে নামছেন।
এই অভিযাত্রীকে দেখুন কতোটাই ক্ষুদ্র দেখাচ্ছে তাকে? এতেই বোঝা যাচ্ছে কতোটা বিশাল এই গুহা!
এই অভিযাত্রীকে দেখুন কতোটাই ক্ষুদ্র দেখাচ্ছে তাকে? এতেই বোঝা যাচ্ছে কতোটা বিশাল এই গুহা!
আগেই বলেছি গুহার কিছু কিছু অংশে পানির স্রোত এতোটাই তীব্র যা মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, দেখুন এই অভিযাত্রীকে পানির স্রোত তাকে কিভাবে ভাসিয়ে নিয়ে যেতে চাচ্ছে!
আগেই বলেছি গুহার কিছু কিছু অংশে পানির স্রোত এতোটাই তীব্র যা মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, দেখুন এই অভিযাত্রীকে পানির স্রোত তাকে কিভাবে ভাসিয়ে নিয়ে যেতে চাচ্ছে!
দীর্ঘ কষ্টকর গুহা যাত্রার মাঝে গুহাতেই একটি অংশে বসে অভিযাত্রী দল কিছুটা খাদ্য-জল পান সেরে নিচ্ছেন।
দীর্ঘ কষ্টকর গুহা যাত্রার মাঝে গুহাতেই একটি অংশে বসে অভিযাত্রী দল কিছুটা খাদ্য-জল পান সেরে নিচ্ছেন।
এই অভিযাত্রীকে দেখুন ইনি ৮২০ ফুট উপর থেকে গুহার নিচের অংশ দেখার চেষ্টা করছেন কিন্তু সেখানে মেঘে ঢাকা কুয়াশা এতোটাই প্রবল যে কয়ক গজ দূরে কিছুই দেখা যাচ্ছেন।
এই অভিযাত্রীকে দেখুন ইনি ৮২০ ফুট উপর থেকে গুহার নিচের অংশ দেখার চেষ্টা করছেন কিন্তু সেখানে মেঘে ঢাকা কুয়াশা এতোটাই প্রবল যে কয়ক গজ দূরে কিছুই দেখা যাচ্ছেন।
এই ছবি দেখে অনেকের মনে হবে একি সাইন্স ফিক্সন ছবিতে দেখা মহাকাশের কোন জায়গা? না এটি গুহার একটি অংশ যেখানে গর্ত দিয়ে রশি ঝুলে নিচে নেমে যেতে হয়।
এই ছবি দেখে অনেকের মনে হবে একি সাইন্স ফিক্সন ছবিতে দেখা মহাকাশের কোন জায়গা? না এটি গুহার একটি অংশ যেখানে গর্ত দিয়ে রশি ঝুলে নিচে নেমে যেতে হয়।
গুহায় জমে থাকা লবণাক্ত গভীর পানির মাঝে এক অভিযাত্রী অনুসন্ধানে ব্যাস্ত।
গুহায় জমে থাকা লবণাক্ত গভীর পানির মাঝে এক অভিযাত্রী অনুসন্ধানে ব্যাস্ত।