auto scrolling

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Widgets Blogspot Tutorial

Saturday, December 14, 2013

সিএনএন এর প্রতিবেদনে পৃথিবীর সেরা ১০ রাজনৈতিক অস্থিতিশীল দেশ!!!

র্তমান পৃথিবীতে শান্তি অনেকটা নেই বললেই চলে তার পরও কিছু কিছু দেশ নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারলেও অনেক দেশে চলছে রাজনৈতিক হানাহানি ক্ষমতার লড়াই, আজ আপনাদের জন্য সেরকম রাজনৈতিক ভাবে অস্থিতিশীল ১০ টি দেশের তালিকা নিয়ে দি ঢাকা টাইমসের এই প্রতিবেদন।

131202075828-01-syria-unrest-1202-horizontal-gallery
সিএনএন তাদের এক জরিপে দেখিয়েছে পৃথিবীর ১৯৭ টি দেশের মাঝে ৫২টি সূচকে বিশ্লেষণ করার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে রাজনৈতিক ভাবে অস্থিতিশীল দেশ সমূহের মাঝে কোন কোন জায়গা করে নিয়েছে সেরা দশে।
২০১০ সাল থেকেই সিরিয়াতে চলে আসছে ভয়ংকর গৃহযুদ্ধ সেখানে সরকার এবং বিদ্রোহীদের মাঝে চলছে পরস্পর বিরোধী হামলা, এতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এবং নষ্ট হচ্ছে সরকারী এবং রাষ্ট্রীয় সম্পত্তি, সব সূচকে সিরিয়া রাজনৈতিক অস্থিরতার দেশের তালিকায় দুই নম্বরে অবস্থান করছে। অপর দিকে ২০১০ সালে ৪৪ নম্বরে থাকা সোমালিয়া এবার উঠে এসেছে এক নম্বরে!
আফগানিস্তান, সুদান এবং কঙ্গো রয়েছে এক থেকে পাঁচের মাঝে। মিশরের বিষয়ে নতুন করে কিছুই বলার নেই সেখানে জনগণ একের পর এক নেতার বিরুদ্ধে তাহরির স্কয়ারকে ব্যবহার করছে এবং সেনাবাহিনী সেখানে কঠোর হচ্ছে।
অন্যদিকে ভারত, উগান্ডা, ফিলিফাইন রাজনৈতিক স্থিতিশীলতা তেমন কোন উন্নতি হয়নি, অবনতিও নয়।
মালয়েশিয়া এবং ইজরাইলের বিষয়ে জরিপে দেখা গেছে তারা আগের চেয়ে উন্নতি করেছে। প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে ভালো মন্দ কিছুই বলা হয়নি।
এবার চলুন দেখে নিই রাজনৈতিক অস্থিরতায় সেরা ১০ দেশের তালিকাঃ
১। সোমালিয়াঃ
131115101825-somalia-cyclon-horizontal-gallery
২। সিরিয়াঃ
131202075828-01-syria-unrest-1202-horizontal-gallery
৩। আফগানিস্তানঃ
130611184543-kabul-suicide-afghan-court-horizontal-gallery
৪। সুদানঃ
130927161358-sudan-protests-horizontal-gallery
৫। রিপাবলিক অব কঙ্গোঃ
121128090120-congo-m23-rebels-truck-horizontal-gallery
৬। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকঃ
131207131917-03-car-1207-horizontal-gallery
৭। ইয়েমেনঃ
131015174841-yemen-protests-file-horizontal-gallery
৮। লিবিয়াঃ
131115154623-libya-tripoli-horizontal-gallery
৯। দক্ষিণ সুদানঃ
130609210121-sudan-bashir-oil-horizontal-gallery
১০। ইরাকঃ
131105191912-iraq-car-bomb-horizontal-gallery

No comments:

Post a Comment