auto scrolling

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Widgets Blogspot Tutorial

Monday, December 16, 2013

হানিমুনের জন্য অভাবনীয় এবং চমকপ্রদ দশটি জায়গা

নতুন বিয়ে করেছেন? নতুন জীবনও শুরু করছেন তাহলে! নতুন জীবনের অভিজ্ঞতার শুরুতেই হানিমুন থেকে বেরিয়ে আসা উচিত কোনো নতুন জায়গা থেকে যেখানকার অভিজ্ঞতা আপনাদের সংসার জীবনকে ভরিয়ে রাখবে অন্যরকম পূর্ণতায়! আসুন ঘুরে আসি এসব জায়গা থেকে।

grid-cell-30165-1385404884-8

Dracula’s Castle in Romania

বিখ্যাত লেখক ব্রাম স্ট্রোকারের ড্রাকুলা বইটি নিশ্চয় পড়া আছে আপনার? এটি সেই জায়গা যেটি কল্পনা করে ব্রাম স্ট্রোকার তাঁর অমর গল্পটি লিখেছেন। অন্যরকম হানিমুন চাইলে আজই ব্যাগপ্যাক গুছিয়ে চলে যান বিখ্যাত সেই ট্রান্সিলভানিয়ায়! প্রয়োজনীয় তথ্য পেতে যোগাযোগ করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে

A’JIA Hotel in Turkey

ইস্তাম্বুলের এখানে আপনার হানিমুনে যাওয়া উচিত এর অসাধারণ বাথটাবের জন্য। এতো রোম্যান্টিক বাথটাব পৃথিবীর অন্যকোথাওই নাকি নেই! যাবেন নাকি নতুন বউ নিয়ে? শুধু নতুন দম্পতিরাই কেনো, পুরোনো দম্পতিরাও ঘুরে আসতে পারেন জীবনের নতুন স্বাদ পাবার জন্য! বিস্তারিত তথ্য এখানে।

Iceland Hot Springs Tour

বিস্তির্ণ জায়গা জুড়ে গাড়ি নিয়ে শুধু চলতেই থাকবেন রাস্তা আর ফুরোবে না! গাড়ি প্রচন্ড স্পীডে চললেও কিছুই হবে না কারণ সামনে নেই কোনো বাধা! চমৎকার এই জায়গাগুলো নতুন দম্পতিদের দিতে পারে চরম উত্তেজনাপূর্ণ জীবনের সন্ধান!

Arches National Park in Utah

প্রথম ছবিটার সাথে সবাই পরিচিত আশা করি। হ্যাঁ, ঠিক ধরেছেন এটি মাঝে মাঝেই আপনার উইন্ডোজের ওয়ালপেপার হিসেবে দেখা যেতো। কখনও কি মনে হয়েছে এই জায়গাটি হতে পারে আপনি হানিমুনের জন্য আদর্শ একটি স্থান! বিস্তারিত তথ্য নিন এখান থেকে এবং ঘুরে আসুন অজানা সেই জায়গায়!

Portmeirion in Wales

The Prisoner টিভি সিরিয়ালটি দেখে থাকলে এই জায়গাটি আপনার কাছে খুবই পরিচিত থাকার কথা। আপনার হয়তো মনে পড়বে সেই নয়নাভিরাম লাল গানের উৎসব রাত! চমৎকার এই জায়গাটিতে ঘুরতে এখানে ক্লিক করুন!

Hammondsport, N.Y

নদীর তীর ঘেঁষে নান্দনিক সৌন্দর্যে আপনার বধুকে নিয়ে কাটানোর জন্য উত্তম একটি হানিমুনের জায়গা হলো নিউ ইয়র্কে অবস্থিত এই Hammondsport। একগ্লাস ওয়াইন, নির্জন প্রকৃতি, আপনি চাইবেন সমস্ত জীবন এখানেই কাটিয়ে দিতে!

Trinidad and Tobago

অনেকেই হানিমুনের জন্য চোখ বন্ধ করে বাহামাতে চলে যায়। তবে আমি বলবো বাহামায় না গিয়ে ওয়েস্ট ইন্ডিজ খ্যাত ট্রিনিদাদ এবং টোবাগোতে চলে যান! ক্রিকেট খেলার সাথে দারুণ সম্পর্কের জন্য তাঁরা বাংলাদেশের যাত্রীদের জন্য ভিসা ছাড় দিয়ে রেখেছে! আপনি শুধুমাত্র বিমান ভাড়া আর ওখানে থাকা খাওয়ার খরচ বহন করবেন! দেরী কেনো তাহলে, আজই চলে যান!

Silversea’s Silver Shadow Cruise in Alaska

হানিমুনের জন্য আলাস্কার বরফের রাজ্যে সমুদ্রের বুকে জাহাজে করে ঘুরে বেড়ানো সম্পূর্ণ ইউনিক একটি আইডিয়া হতে পারে। এখানে বিস্তারিত খোঁজ নিন!

Conrad Maldives Rangali Island

ঠিকই দেখেছেন, হয়তো এতোক্ষণ ভাবছিলেনও এই জায়গার কথা বলছি না কেনো এখনও? পানির নীচে এই রেস্টুরেন্ট উপভোগ করতে যোগযোগ করুন এখানে এবং ব্যাগ প্যাক গুছিয়ে রওনা দিয়ে দিন মালদ্বীপের উদ্দেশ্যে!

End of the World Tour in Argentina

এখানে ১১দিনের একটি ভ্রমণ করলে আপনার মনে হবে আপনি পৃথিবীর শেষ প্রান্ত ঘুরে বেড়চ্ছেন! নয়নাভিরাম সৌন্দর্যের পাশাপাশি দেখা পেয়ে যেতে পারেন পেঙ্গুইনের! পায়ে হেঁটে কিংবা মোটর সাইকেলে করে ভ্রমণ দিতে পারবেন আপনার সঙ্গিনীসহ

No comments:

Post a Comment