auto scrolling

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Widgets Blogspot Tutorial

Sunday, November 17, 2013

চলুন ঘুরে আসি বিশ্বের কিছু পরাবাস্তব জায়গা থেকে!

পৃথিবীতে দেখার শেষ নেই! এর আগে আমরা ঘুরে এসেছি ভীতিকর কিছু সেতু, সংরক্ষিত জায়গা এবং বিশ্বের ভীতিকর ১০টি এয়ারপোর্ট রানওয়ে থেকে। আজ ঘুরে আসবো বিশ্বের কিছু পরাবাস্তব জায়গা থেকে! চলুন যাওয়া যাক!

255-610x360

Fly Geyser, Nevada

এটি যে পুরোপুরি প্রকৃতির অসাধারণ সৃষ্টি সেরকম নয়। এটি আসলে একটি কূপ খনন করতে গিয়ে দূর্ঘটনা মূলকভাবে ঘটে গেছে! কূপটি ভালোভাবে ঢেকে দেয়া হয়নি ফলে পানি সেখান থেকে বুদ্বুদ আকারে উত্থিত হচ্ছে!

Derweze, Turkmenistan

245-610x360
১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত তুর্কমেনিস্তানের একটি গ্রামে গ্যাসের খোঁজে খনন চালানো হয়। কিছুদূর খনন করার পর সেখানে বিষাক্ত গ্যাসের খোঁজ পাওয়া যায়। ফলে দূর্ঘটনার ভয়ে সেটির কার্যক্রম থামিয়ে দেয়া, আর গ্যাস পুড়িয়ে ফেলবার জন্য সেখানে আগুন ধরিয়ে দেয়া হয়। আজ অবধি সেখানে আগুন জ্বলছেই!

Salar de Uyuni, Bolivia

235-610x360
বিশ্বের সবচেয়ে বেশী লবণ ধরে রেখেছে এই জায়গাটি! প্রায় ৪৩% লিথিয়াম শুধুমাত্র এখানেই সঞ্চিত রয়েছে!

Mount Roraima, South America

216-610x360
এটি একটি মালভূমি যার নিজস্ব উদ্ভিদকুল ও প্রাণিকুল আছে। মজার ব্যাপার হলো ভেনিজুয়েলা, ব্রাজিল ও গায়ানা তিনটি দেশের সীমান্ত এই মালভূমিতে এসে ঠেকেছে!

Grand Prismatic Spring – Yellowstone National Park, Wyoming

205-610x360
বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উষ্ণপ্রবণ এলাকা। এখানের পানিতে প্রচুর পরিমাণে pigmented ব্যাকটেরিয়ার ফলে সারা বছরের ঋতু পরিবর্তনের সাথে সাথে পানির রঙও পরিবর্তন হয়ে যায়!

Hidden Beach near Puerta Vallarta, Mexico

195-610x360
মাটির নীচে এই বীচটি কোনো প্রাকৃতিক উপায়ে সৃষ্ট নয়! এটি আসলে মেক্সিকান সামরিক বাহিনীর একটি পরীক্ষামূলক বোমা বিস্ফোরণের ফলে তৈরি হয়েছে!

Socotra, Yemen

175-610x360
ভারত মহাসাগরে অবস্থিত এই ছোটো ছোটো দ্বীপপুঞ্জ গুলো সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে যেসব জীবনের উপাদান পাওয়া গেছে তার বিশ্বের আর কোথাও নেই!

The Wave, Arizona

136-610x360
অ্যারিজোনার সীমান্তে অবস্থিত এই বেলেপাথরের এমন নকশা আপনার পথ হারিয়ে ফেলার জন্য বিখ্যাত!

Plitvice, Croatia

126-610x360
দক্ষিণ-পূর্ব ইউরোপের সবচেয়ে পুরোনো পার্ক এবং ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় পার্ক। এটি বিখ্যাত এর নান্দনিক সৌন্দর্যে ভরপুর লেকের জন্য।

Kelimutu Volcano, Indonesia

105-610x360
তিনটি আগ্নেয়গিরির তিনটি লেক অবস্থিত এখানে। অগ্নুৎপাতের সাথে সাথে লেকের রঙও পরিবর্তন হয়ে যায়!

Great Blue Hole, Belize

34-610x360
পানির নীচে ১৩০ মিটার গভীর এই গর্তটি তৈরি হয়েছে এই সাবমেরিন সিঙ্কহোল। স্কুবা ডাইভিংয়ের জন্য এটি খুবই বিখ্যাত।
দেখে নিন ভিডিওVideo

No comments:

Post a Comment